
চোখ ভেসে যায় জলে আমার
জলের ছবি আকেঁ
কিছু কথা মনের কোনে
মন বলে নিরবে
কিছু ছন্দ ভেসে থাকে
কিছু থাকে মনে
কিছু ফুল চোখের তারায়
কিছু বৃন্দাবনে
কিছু দিন যায় না ভালো
রাত কাটে অনলে
কিছু কথা যায় না লেখা
রক্ত ঝরে কলমে
কিছু প্রেম হয় না অমর
কিছু থাকে বাকি
শকুন্তলা বলে ওঠে
জীবন ! সে কি ফাঁকি
চোখ ভেসে যায় জলে আমার
মনটা কেঁদে ওঠে
চোখ ভেসে যাএ জলে ...
... ... ভালবাসি বলে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন