শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০০৯

ফিরে আসা


ফেরে না রঙিন দিন
ফেলে আসা হাসি,
ফেরে না মেলা থেকে কেনা
এক পয়সার বাঁশি।

ফিরে আসে না কভু
ভালোবাসা অমলিন,
ফিরে তো এলো না সেই
বৃষ্টি ভেজা দিন।

ফেরে না শ্রাবনের মেঘ
কাল বোশেখীর ঝড়,
ফিরবে কি কভু তুমি
যদি হয়ে যাও পর।

ফিরে তো আসবে না
এমন পদ্য লেখা,
ফিরবে না সেই স্মৃতি
যেদিন হলো মোদের দেখা।

ফেরে না পুরোনো কষ্ট
দুঃখ বেদনা যত,
সুখগুলোও ফিরে আসে না
যাতনারই মত।

ফিরবে না যদিও
তবু রয়ে যাবে সবই,
মনের এই আঙ্গিনায়
হঠাৎ দেবে উঁকি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন