আমার প্রতিটি ভোর জেগে উঠে নূপুরের নিক্কনে
আমার দূপুর কাটে বিষন্ন নির্জনতায়
আমার একাকী প্রহর জুড়ে আছে ভ্রমরের গুঞ্জন,
বুকের ভেতরে তীব্র যন্ত্রনা
আমাকে কষ্ট দেয়, আর্তনাদ করে ওঠে ...
তবু তোমারই আশায়
পথ চেয়ে রই সারা বেলা
মনের মাঝে বয়ে চলে দমকা হাওয়া
দমিয়ে রাখতে পারি না তাকে ...
হৃদয়ের গভীরে বারে বারে
বেজে ওঠে তোমারই কন্ঠস্বর
নিরবে চোখের জলে ভাসে এই বুক
তবু এ হৃদয়,
মনে প্রানে খুঁজে ফেরে
শুধু একজনকেই ...
সে তুমি, তুমি ছাড়া আর কেউ তো নয়
আমার জীবনের সাধনায় তুমি
রাতের নিশ্চুপতায় খুঁজে ফিরি তোমায়
তবু দেখা মেলে না ...
হে নিষ্ঠুর ভাগ্য! এমন কেন হয়,
এ মন কেন পেতে চায় শুধুই তোমায় ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন