ঐ দুটি চোখ কথা বলছিল নিরবে,
অবুঝ দুটি চোখ ...
ফোলা ফোলা গাল বেয়ে
অঝরে ঝরছিল মুক্তোর দানার মতন
চিকচিকে ক'ফোটা জল।
তোমার বোবা কান্না আমাকে নির্বাক করে দেয়,
প্রচন্ড অভিমানী ঐ মুখশ্রী
বার বার আমার বুকে আঘাত হানে,
ক্ষত বিক্ষত এই আমার হৃদয়
ভালবাসার আকুতি নিয়ে অনুনয় করলাম,
তুমি বোবা কথামালায় আমাকে ফিরিয়ে দিলে।
বেদনার অশ্রুতে লাল ও দুটি চোখ
যেন রক্ত জবা ফুল,
ভুল করা মন প্রার্থনায় বিনত
কিন্তু অভিমানী তোমার মন
প্রতিবাদী নিশ্চুপ ভাষায় অবহেলা করে গেলে।
তোমার সে উপহার
নিলাম তোমার বুকে মাথা পেতে,
দুজনার নীল কষ্ট নোনাজলে মাখামাখি,
তবু, ভালবাসার অহংবোধ
কাউকে নত হতে দিল না।
বুঝলে কিনা জানি না তখন,
ভালবেসে চলে গেলে উজাড় করে দিয়ে
কান্নায় ভাসিয়ে, শুন্যতা ভরিয়ে দিলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন