একদিন যে চেয়েছিল চিরকালের সাথি হতে
বহু দূরে চলে গেছে বিরহের গান গেয়ে,
সাত সমূদ্র তেরো নদী ওপারে
যে ছিল আমার ভালবাসা।
জানি, কখনও আসবে না সে ফিরে
কান্নার ফোঁটা বৃষ্টির পানি হয়ে ঝরে,
মিশে যায় নিঃশব্দে এ বুকের মাঝখানে
চোখ হয়ে ওঠে ঝাপসা।
মৃদু আলো ভেসে আসার আভাস পেয়ে
চঞ্চল মন নেচে ওঠে নুপূরের নিক্কনে,
অজানা আশায়, সে বুঝি এলো ফিরে
হাতে নিয়ে একগুচ্ছ রজনীগন্ধা।
দারুন হইছে কিন্তু
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে :)
উত্তরমুছুন