আমার আছে জল ... সেই জল যেন পদ্মপুকুর, মেঘলা আকাশে মধ্যদুপূর, অচেনা এক বনবাঁশি সুর, বিষাদে কোমল ... আমার আছে জল
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০০৯
একাকীত্ব
আনমনে নিরবে
ভালবেসে কখন একাকার হয়ে গেছি,
অজান্তে যেন নিঃসাড় এদেহে
হয়েছিল প্রাণের সন্ঞার
বুঝতেও পারিনি ক্ষনিকের তরে।
জীবন নদীর মোহনায় মন ছুটে চলেছিল
উদ্দাম নৌকোর মত
সমূদ্রের সাথে মিলনের সময়ই যেন
বাঁধা দিল অদৃষ্ট নিয়তি,
ভাগ্যের কি বিরুপ পরিহাস
একাকীত্ব আমায় আজ দিচ্ছে নিমন্ত্রন।
অশ্রুধারা যেন সমুদ্রের ঢেউএর মত
আছড়ে পড়ে বারবার জীবন উপকূলে
বাধ ভাঙা শ্রোত যেন
অন্ধের মত শুধু ছুটেই চলে,
নিয়তির এ কঠিন নিয়ম
গুড়িয়ে দেবার ক্ষমতা আমার নেই।
এ দঃখ ভাগ করে নেবার কেউ নেই বলে
একাকী চলেছি আজ পথে পথে,
কারও সহানুভুতি, কারও এতটুকু স্বান্তনা
মনকে আরও অশান্ত করে তোলে।
ভালবাসাকে সঙ্গী করে নিয়েছি বলে
হয়তো আজ আমি এতোটা নিঃসঙ্গ,
আজ যেন আমি এক অঙ্গার
অনির্বান আমি,
শুধু জ্বলছি আর জ্বলছি
নিঃসঙ্গ জীবনটাকে চিরসঙ্গী করে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আপনার মন্তব্য লিখুন...
উত্তরমুছুনসুন্দর খুব সুন্দর লেখা তোমার!!
ভালো লাগছে বলতেই হবে,
ভালো থাকবেন।