তুমি আর আমি
আমি এক পালতোলা নৌকো
তুমি যে সুনীল নদ
তোমার বুকের নীল জলে
ভেসে গেলো জনপদ।
তোমার উত্তাল ঢেউয়ের তালে
আমায় তুমি ভাসাও
তোমার ভালোবাসার কালো জলে
আমায় তুমি ডুবাও।
ও আমার ভালোবাসার নদ
আমার তুমি হবে কবে
মোহনার ঘূর্নিপাকে এসে
আমাদের মিলন কি হবে।
আমি আর তুমি মিলে
গড়ব নতুন সম্পদ
এ মাটির বুকে জন্ম নেবে
ভালোবাসার ছোট্ট নদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন