বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০১০

বাদল দিনে

বাদল দিনে মনে পড়ে
তোমার আমার গান,
গলা ছেড়ে গেয়ে উঠি
খুলে মোদের প্রান।

মনের কোনে উঁকি দিল

বাদল ধারার জল,
উছলে ওঠে জীবন বাঁকে
চল্ রে সথে চল্।

হৃদয় বীণায় সুর বাঁজে

গগন জোড়া নৃত্য,
ইচ্ছে করে নেচে উঠি
বরষায় হয়ে সিক্ত।

মেঘের অমন কান্না আজি

আঁধার কালো ধরণী,
মাটির বুকে জলের খেলা
বাদল রাঙা বরণী।

দু'হাত মেলে হৃদয় খুলে

করি বরষা যাপন,
বাদল দিনে তাইতো বলি
তুমিযে মোর আপন।

২টি মন্তব্য: