শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০০৯

প্রতিক্ষা


রাত্রিটা ভোর হলো,
অন্ধকারের ভয়াবহতা কেটে
নেমে এলো স্নিগ্ধ সকাল।
ধীরে ধীরে কাটবে বেলা
বিকেলের অপেক্ষায়, এই পৃথিবীর
কেটে যাবে সব দুঃখের জাল।

তোমারই অপেক্ষায়,
প্রতিক্ষার প্রহর গুনে গুনে
কাটিয়ে দিলাম বহুকাল।
এ হৃদয় এখনো নিস্তেজ হয়নি
মনের গভীর নদীতে, আজও
বয়ে চলেছে উদ্দাম নৌকোর পাল।

পথ চেয়ে বসে আছি,
জানি না কবে হবে সমাপ্তি
প্রতিক্ষার এ প্রহর।
মেঘে ঢাকা আকাশ, ছেয়ে যাবে
রূপালি জোছনার প্রেরনায়
ক্ষনিকের এ প্রেম হবে অমর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন