আমার আছে জল ... সেই জল যেন পদ্মপুকুর, মেঘলা আকাশে মধ্যদুপূর, অচেনা এক বনবাঁশি সুর, বিষাদে কোমল ... আমার আছে জল
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০০৯
পরিনীতা
জানালার শিকের ফাঁকে ফাঁকে
চুইয়ে পড়ছে জোছনার নম্রতা
রাতের ঘন আধাঁর হয়েছে ম্লান
ফুটে উঠেছে ধবল স্নিগ্ধতা।
বিছানায় এসে পড়েছে
একফালি চাঁদের ঝিকিমিকি ছায়া,
তার পাশে অপেক্ষামান আমি
নিশ্চুপ জেগে আছি,
জড়িয়ে আছে এ দেহ মন
সে এক অজানা মায়া।
রাত্রির নিরব প্রহরে
আমি আজ বড় একা
জেগে বসে, নেই এতটুকু ক্লান্তি
ঘুমে জড়িয়ে আসছে না দু'চোখ।
তবে সে কোন অদৃশ্য আকর্ষনে
উন্মিলিত এ চোখ চেয়ে রয়েছে অপলক।
তবু বসে আছি আজ
কাজল রাঙা চোখে, আমি অপেক্ষায়
রাত্রির প্রহরগুলো ধীরে ধীরে
হয়ে যাচ্ছে নিঃশেষ
জেগে আছি নিরব নিস্তব্ধতায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন