আমার আছে জল ... সেই জল যেন পদ্মপুকুর, মেঘলা আকাশে মধ্যদুপূর, অচেনা এক বনবাঁশি সুর, বিষাদে কোমল ... আমার আছে জল
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০০৯
জীবন ছবি
অসীম থেকে আসা একটুকরো আলো
ঠিকরে এসে পড়েছে আমার জীবনে,
সে আলো কিসের আলো
জানি না তা।
প্রশ্ন করি নিজেকে
জবাব খুঁজে পাই না।
সে আলোর ছটায়
জীবন হলো স্নিগ্ধ
উত্তাল ঢেউয়ের বদলে
লাগল এসে মৃদু হাওয়ার পরশ।
মুখর হলো হৃদয়
কেটে গেলো তিমীর আঁধার
সূর্যদয়ে হলো জীবনের শুরু।
কেটে গেলো বহু বছর
তারপরও খুঁজে ফিরেছি
আরও কিছু।
কিন্তু কি তা জানি না
প্রশ্ন করি নিজেকেই
উত্তর মেলে না।
বেলা গড়িয়ে দুপুর হলো
রৌদ্রজ্বল সময়গুলো
যেন উড়ে যায় পাখির মত।
দিগন্তের শেষ সীমানা
ধেয়ে আসছে জীবনের দিকে,
আলোর শেষ প্রান্তে
জীবন যেন নদীর স্রোত
বাঁধ ভেঙে ছুটে যায় সাগরের বুকে।
তাই তো সে মহীয়ান
বিশাল বুকের ভেতর
সকল যন্ত্রনা শুষে নিয়ে
মুক্তি দিল আমায়।
কখনও সে গুমড়ে কাঁদে
তবু নেই কোন অভিযোগ
নিরব নিভৃতে কাটায় দিন।
গড়িয়ে গেলো সময়,
সূর্যাস্তের শেষ রাঙা আলোয়
কেঁদে উঠল মন, ছুঁয়ে দিল এ হৃদয়।
জীবন আঙিনার এই ক্ষনিক প্রেরনায়
ভরে গেলো বুক
অতৃপ্ত নিরব বাসনায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন